সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | 200 বার পঠিত | প্রিন্ট

শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ার কারসাজির ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্টে জানানো হয়, সোনালী পেপারের শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়াতে দুটি সময় পর্বে সংগঠিত সমন্বিত কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিবসহ মোট ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আবুল খায়ের হিরু, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফুরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতবর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটভিয়ন এবং জাভেদ এ মতিন।

কারসাজির সময় ও মুনাফা
বিএসইসি জানায়, কারসাজির ঘটনা ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর—এই দুই সময়ে সংঘটিত হয়। এই সময়ের মধ্যে সোনালী পেপারের শেয়ারদর ১২৬ শতাংশ বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সাতে পৌঁছায়।
এতে সংশ্লিষ্ট সিন্ডিকেট ৩৩ কোটি ৬৩ লাখ টাকা রিয়েলাইজড মুনাফা এবং ৫৫ কোটি টাকার আন-রিয়ালাইজড মুনাফা অর্জন করে।

তদন্তে প্রমাণিত হয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে একাধিক ব্যক্তি সিন্ডিকেট গঠন করে শেয়ারদর কৃত্রিমভাবে বৃদ্ধি করে বাজারে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

সাকিবের পক্ষে দুঃখ প্রকাশ
কমিশনে দেওয়া এক লিখিত বিবৃতিতে আবুল খায়ের হিরু সাকিব আল হাসানের পক্ষে দুঃখ প্রকাশ করে বলেন, “এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত ছিল না, বরং অজ্ঞতার কারণে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে শেয়ার লেনদেনে আমি আরও সতর্ক থাকব।”

আরও চার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
শুধু সোনালী পেপার নয়, গত এপ্রিল মাসে বিএসইসি আরও চারটি কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় ২৪ জনকে মোট ৫৪ কোটি টাকা জরিমানা করেছে।
তালিকাভুক্ত কোম্পানাগুলো হলো—এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও জেমিনি সি ফুড।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স–এর কারসাজিতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়াদুর রহমান ও তার সহযোগীদের ১ কোটি ৯৭ লাখ টাকা এবং নূরজাহান বেগম ও তার সহযোগীদের ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেমিনি সি ফুড–এর ঘটনায় ৫ জনকে মোট ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স–এর শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়ানোর দায়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই ধরনের নজিরবিহীন ব্যবস্থা ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com