সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারকে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার ৫টি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ মে ২০২৫ | 235 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারকে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার ৫টি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, শেয়ারবাজারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এতে সংশ্লিষ্ট সবার কাছে বার্তা যাবে—কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান বিগত ৯ মাসে গৃহীত সংস্কার কার্যক্রম ও চলমান উদ্যোগ উপস্থাপন করেন। আলোচনা শেষে প্রধান উপদেষ্টা শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা:

১. সরকারি অংশীদারত্ব রয়েছে—এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করা।
২. বেসরকারি বৃহৎ কোম্পানিগুলোর বাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা বিবেচনায় নেওয়া।
৩. স্বার্থনির্ভর প্রভাব হ্রাস করে নিরপেক্ষ মনিটরিং ব্যবস্থা চালু এবং বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে তিন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু।
৪. বড় প্রকল্প বাস্তবায়নে ব্যাংক ঋণের বিকল্প হিসেবে বন্ড ও শেয়ার ইস্যু উৎসাহিত করা।
৫. দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী ও দালালদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া।

প্রেস সচিব আরও বলেন, শেয়ারবাজারে প্রভাবশালী একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সংস্কার প্রতিহত করে আসছে। তাদের নিয়ন্ত্রণে এনে গভীর ও কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরে আসে।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com