বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিএসইসিতে বড় শুদ্ধি অভিযান, বরখাস্ত ২১ জন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | 259 বার পঠিত | প্রিন্ট

বিএসইসিতে বড় শুদ্ধি অভিযান, বরখাস্ত ২১ জন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং বুধবার (৩০ এপ্রিল) এক আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে তা জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা বুধবার সকালে অফিসে এসে এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত হন এবং তাদের হাতে বরখাস্ত সংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়। ৫ মার্চ বিএসইসিতে সংঘটিত এক বিশৃঙ্খল ঘটনার জের ধরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম; সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন, আবদুল বাতেন; লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।

এছাড়াও বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

উল্লেখ্য, নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে গত ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের মুক্ত করা হয়। পরদিন, ৬ মার্চ, কর্মকর্তারা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

এ ঘটনায় ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী আশিকুর রহমান বাদী হয়ে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বরখাস্ত হওয়া ২১ কর্মকর্তার মধ্যে ১৪ জন ওই মামলায় অভিযুক্ত বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com