বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনের শুরুটা ধরে রাখতে পারেনি বাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুলাই ২০২১ | 536 বার পঠিত | প্রিন্ট

লেনদেনের শুরুটা ধরে রাখতে পারেনি বাজার

আজ দেশের শেয়ারবাজারে সূচকের স্বাভাবিক ওঠানামায় লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। লেনদেন শুরু থেকেই সূচকের তীর উপরের দিকেই থাকতে দেখা গেছে। কিন্ত বেলা ১১টার পর থেকে সূচকের একটানা নিম্নমখীর কারণে দিনশেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৭.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৭.৪৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টি, কমেছে ২০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ ডিএসইতে ৬৪ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮২৯টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ১৯৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৩৩১ টাকা ৬০ পয়সা। যা আগের দিন থেকে ২১২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৭ টাকা দশ পয়সা কম।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৫ হাজার ৭৪ কোটি ২৫ লাখ ৫ হাজার ৯৬৫ টাকা ৪২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮১.৯২ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com