শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অস্বাভাবিক ওঠানামায় অস্থির শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | 518 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক ওঠানামায় অস্থির শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে মূল্য সূচকের অস্বাভাবিক ওঠানামায় পুরোটা সময় ছিল অস্থিরতা। লেনদেন শুরু প্রথম ২৩ মিনিটেই সূচক কমে যায় প্রায় ১৭ পয়েন্ট। কিন্তু পরবর্তী ১৪ মিনিট সূচক একটানা আরো ১৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর অস্বাভাবিক হারে সূচক একটানা কমতেই থাকে। এরমধ্যে মাঝে মাঝে সূচক বাড়লেও তা উল্লেখযোগ্য ছিলনা। যে কারণে দিনশেষে সূচক কমলেও লেনদেন বেড়েছে। এর আগে চারদিন বিরতির পর সোমবার (৫ জুলাই) দেশের শেয়ারবাজারে লেনদেন চালু হতেই মূল্য সূচকের বড় উত্থান হয়। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক সাড়ে তিন বছর বা ২০১৮ সালের ৭ জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে উঠে আসে।

বাজার পর্যালোচায় দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে নেমে গেছে। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৭১ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪২টি, কমেছে ২২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। এদিন ডিএসইতে ৭৫ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৮৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৫৮৮ টাকা ৭০ পয়সা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা।

আজ ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৫ হাজার ৯১২ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৬২৮ টাকা ৩০ পয়সা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- কেয়া কসমেটিকস, এমএল ডাইং, লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোল ইস্পাত, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং অলিম্পিক এক্সেসরিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৫৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com