সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিক

আয় বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ১৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | 185 বার পঠিত | প্রিন্ট

আয় বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ১৪ কোম্পানির

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৪টি কোম্পানির। একই সময়ে আয় কমেছে ১২টি এবং লোকসানে পড়েছে ৫টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওষুধ রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে রেকিট বেনকিজার ও লিবরা ইনফিউশন তৃতীয় প্রান্তিক এবং ম্যারিকো দ্বিতীয় প্রানিতকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অন্য ২৮টি কোম্পানি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো- কহিনুর কেমিক্যাল লিমিটেড, এসিআই ফরমুলেশনস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসিআই লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, লিবরা ইনফিউশন, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, ফার্মা এইডস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড,

কহিনুর কেমিক্যাল লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭৫ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা, যা গত বছর একই সময়ে ১০ টাকা ৩ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬২ টাকা ৭২ পয়সা।

এসিআই ফরমুলেশনস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭১ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭১ টাকা ৩০ পয়সা।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৬০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১০ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯৬ পয়সা।

ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৯ পয়সা।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ২ টাকা ৩৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ২ টাকা ২৭ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৬৯ টাকা।

এসিআই লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩ টাকা ৪৭ পয়সা।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬২ টাকা ৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ৩৪ টাকা ১৯ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা।

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৪ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৩ টাকা ৫১ পয়সা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৯ টাকা ৭৬ পয়সা।

সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ ছিল ২৪ পয়সা, আগের বছর যা ছিল ১৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৪ পয়সা।

লিবরা ইনফিউশন: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছর তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭ টাকা ৬ পয়সা।

অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৪৪ পয়সা।

৩১ মার্চ , ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪৩ টাকা।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ পয়সা।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ১২ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা।

 

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬৫ পয়সা।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ০৫ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ২২ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৭ টাকা ৩৯ পয়সা।

ফার্মা এইডস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৯৮ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৪৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ২৯ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১৫ টাকা ৫২ পয়সা।

 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১১ টাকা ২৫ পয়সা।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ টাকা ১১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৯ টাকা ৪১ পয়সা।

অর্থবছরের দুইপ্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে এপ্রিল’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০১ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৯ টাকা ২৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ৯৪ পয়সা।

 

 

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com