শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

রপ্তানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | 151 বার পঠিত | প্রিন্ট

রপ্তানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ

রপ্তানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবাদুল করিমের বিরুদ্ধে।

২০১৬ সালের ২৩ আগস্ট সরকারের অনুমতি ছাড়াই হংকংয়ে বিকন এশিয়া প্যাসিফিক নামে একটি কোম্পানি খোলেন তিনি। সে দেশের শেয়ার বাজারে, তালিকাভুক্তির সনদে কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবেও নাম আছে মোহাম্মদ এবাদুল করিমের, আর ঠিকানা হংকং এর নাথান রোডের বেল হাউসে উল্লেখ করা হয়।

ওই সময় বিকন এশিয়া প্যাসিফিকের নামে হংকংয়ের এইচএসবিসি ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খোলেন এবায়দুল করিম। ব্যাংক লেনদনের তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে নভেম্বর এই ১১ মাসে ২৮৮ কোটিরও বেশি টাকা এইচএসবিসি ব্যাংকের ওই শাখায় গেছে বাংলাদেশ থেকে।

মূলত হংকংয়ের প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের জন্য এই টাকা পাঠানো হয়। এ ছাড়া আরব আমিরাতের দুবাইয়ে বিকন গ্লোবাল অপারেশন -এফজেডসি নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়। যার লেনদেন চলে দুবাইয়ের মাশরেক ব্যাংকে।

এসব বিষয়ে বক্তব্য জানতে মতিঝিল বিকন হাউজে গেলে দেখা করেননি কোম্পানির এমডি এবায়দুল করিম, চেয়ারম্যান নুরুন নাহার করিম এবং সিএফও জালাল উদ্দিন। ফোনও ধরেননি এবায়দুল করিম।

পরে ফোনে কথা হয় চেয়ারম্যান নুরুন নাহারের সঙ্গে। তিনি বলেন, অ্যাকাউন্ট খোলা হয়েছিল এটুকই জানি। আর জানি না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশে কোম্পানি খোলার ক্ষেত্রে গভর্নরের নেতৃত্বে ১৫ সদস্যের বাছাই কমিটির অনুমতি নিতে হয়। অন্যথায় সেটা অর্থ পাচার বলে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, অনুমোদনহীনভাবে কেউ যদি টাকা বিদেশে নিয়ে বিনিয়োগ করে অবশ্যই সেটা মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ে।

বিদেশে বেআইনিভাবে কোম্পানি খোলা, টাকা পাচার ও নানা অনিয়মএর মাধ্যমে শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় ব্যবস্থাপনা পরিচালক এবায়দুল করিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com