নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | 130 বার পঠিত | প্রিন্ট
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- মুন্নু এগ্রো, ইফাদ অটোস এবং বেক্সিমকো সুসুক বন্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ডিসেম্বর এই ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত তাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড : কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মুন্নু এগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে যা বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।
ইফাদ অটোস : কোম্পানিটির ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ডের সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ডে অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তানা বন্ড : প্রতিষ্ঠানটি তৃতীয় বছরের ২য় অর্ধবার্ষিকী (২৩ জুন ২০২৪-২২ ডিসেম্বর ২০২৪) সময়ের জন্য বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন (মুনাফা) ঘোষণা করেছে ।
শেয়ারবাজার২৪
Posted ১২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.