শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাত সংস্কার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | 127 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাত সংস্কার করা হচ্ছে

শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, শেয়ারবাজার ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অন্তর্র্বতী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভিন্ন কমিটি গঠন ও কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এসব খাতে সংস্কার জরুরি হয়ে পড়েছে, অন্যথায় সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি বলেন, শেয়ারবাজারের প্রবণতা পর্যবেক্ষণ ও সিকিউরিটিজ ট্রেডিংয়ে হেরফের রোধে একটি টাস্কফোর্স কাজ করছে। এখন সংশোধনমূলক ব্যবস্থা চলছে। এগুলো সবই একটি বার্তা দেয়ার জন্য- করা না হলে আপনি সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারবেন না।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা এডিপির অধীনে উন্নয়ন প্রকল্পগুলোও পর্যালোচনা করছি। প্রয়োজনীয়তা বিবেচনায় এবং উচ্চতর রিটার্নের হার রয়েছে এমন প্রকল্পগুলো এখন একনেকে রাখা হচ্ছে… চলমান প্রকল্পগুলোও অব্যাহত থাকবে।’

ড. সালেহউদ্দিন বলেন, জেলা পর্যায়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com