শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রতারণার মামলায় মিয়া মামুন আটক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | 193 বার পঠিত | প্রিন্ট

প্রতারণার মামলায় মিয়া মামুন আটক

প্রতারণার মামলায় আটক হয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন । সোমবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সোমবার ঢাকার বনানী থানা পুলিশ তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানা পুলিশ।

বনানী থানার ডিউটি অফিসার জানান, ময়মনসিংহে হওয়া একটি প্রতারণা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রোববার (২৯ সেপ্টেম্বর) জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। পরে সকালে তাকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেয়া হয়েছে।

জানা যায়, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার আসল নাম মোঃ মামুন মিয়া। জাপানী পাসপোর্ট অনুযায়ী মিয়া মামুন ওরফে মোঃ মামুন মিয়া। তার পিতা নোয়াব মিয়া, মাতা ফিরোজা বেগম, জাপানী পাসপোর্ট নং টিএস-০৭৩৩২৯৮, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নং ৯৫৮৪৫৭৯১৬৪।

তিনি মিনোরি বাংলাদেশের কর্ণধার। এই প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার কিনে মিয়া মামুন প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রন নেয়। এর ফলে তিনি ফু-ওয়াং ফুডসের ব্যস্থাপনা পরিচালকের দায়িত্ব হাতিয়ে নেন বলে অভিযোগ আছে।

বিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেন্টু আলম খান গণমাধ্যমকে বলেন, প্রতারণা মামলায় গ্রেফতার মিয়া মামুনের তিনটি পাসপোর্ট এবং বাংলাদেশের পাশাপাশি জাপানের নাগরিকত্ব বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, মিয়া মামুন এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার করসাজির জন্য শেয়ারবাজের বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com