বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে সপ্তাহ শেষ

আজ ০৫ সেপ্টেম্বর ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের উত্থান ঘটে। কিন্তু দুপুর ১২টার পর থেকে একটানা সূচক একটানা কমতে থাকে। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৮.৬৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৮.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৮ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৩৩৫ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৩৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৭.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৩৯.০৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২২৭.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৩.২৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮১ টির, কমেছিল ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৬ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ২০ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৭৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকা।

উল্লেখ্য, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৬ শতাংশ বা ৫৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৩৭৮.৭৬ পয়েন্টে।

্এদিন লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৯৮৩ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com