নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | 169 বার পঠিত | প্রিন্ট
ড. এম. মাসরুর রিয়াজকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে ।
তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বর্তমানে পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
আজ (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসিচব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসির ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালনে উক্ত আইনের ৫(২) ধারা অনুযায়ি মাসরুর রিয়াজকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শেখ হাসিনা সরাকরের পতনের পর গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।
চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর শেয়ারবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছে। এই অবস্থায় জরুরী ভিত্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিতে চলেছে অন্তবর্তী সরকার।
শেয়ারবাজার২৪
Posted ৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.