শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বড় দরপতন থেকে রক্ষা করেছে ৩ খাত

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | 353 বার পঠিত | প্রিন্ট

বড় দরপতন থেকে রক্ষা করেছে ৩ খাত

শেয়ারবাজার২৪ ডেস্ক : বড় পতন থেকে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারকে বড় পতন থেকে রক্ষা করেছে ব্যাংক, বীমা ও আর্থিক খাত। এদিন শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরে পতন হলেও এ তিন খাতে দর ও লেনদেন বেড়েছে। যে কারণে বড় কোনো দরপতন হয়নি শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৬ হাজার ১৩ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩২৮ কোটি ৯১ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৫৫ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

এছাড়া, লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লুব-রেফ বাংলাদেশ, ফরচুন সুচ, ন্যাশনাল ফিড, প্রগতী ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং ওরিয়ন ফার্মা।

এদিকে, সিএসইর সার্বিক মূল্য সূচক কমেছে ৬৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে। বিপরীতে ১৯৮টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com