বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার দরে হতাশ বিনিয়োগকারীরা

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | 331 বার পঠিত | প্রিন্ট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার দরে হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার পরও সেই হারে দর না বাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে হতাশায় বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারীই মনে করছেন সন্তোষজনক হারে ডিভিডেন্ড না দেয়ায় শেয়ার দর ধারাবাহিকভাবে কমে আগের অবস্থানে চলে এসেছে। গত ৯ মে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার দিন কোম্পানিটির দর ছিল ২১ টাকা ৫০ পয়সা। বর্তমানে একই দরে নেমে এসেছে কোম্পানিটির শেয়ার দর। কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ৪১ পয়সা আয় করলেও বিনিয়োগকারীদেরকে দেয়া হয়েছে এক টাকা ৫০ পয়সা। যে কারনে এ কোম্পানির শেয়ারে আগ্রহ কমে যাওয়ায় ধারাবাহিকভাবে দর কমছে।

জানা যায়, এ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার পর ৯ কার্যদিবসে অর্থাৎ ১১ মে থেকে ২৫ মে পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৫ টাকা দরে লেনদেন হয়। ২৭ মে’র পর থেকেই কোম্পানিটির দর ধারাবাহিকভাবে কমে আবারও ১৩ জুন ২১ টাকা ৫০ পয়সা লেনদেন হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণার আগে যে দর ছিল বর্তমানে সেই দরে অবস্থান করছে কোম্পানিটির শেয়ার।

উল্লেখ্য, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ আগস্ট, সোমবার বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪০ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (সলো ইপিএস) ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ২৭ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৩৫ পয়সা।

ইতিমধ্যে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২৫ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬১ পয়সা।

অনেক বিনিয়োগকারী মনে করছেন ডিভিডেন্ড ঘোষণার পর প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় কমায় আরো বেশি হতাশ করেছে। এর প্রভাবেও এ শেয়ারের দর কমে থাকতে পারে। তবে মুল কথা হলো ডিভিডেন্ড পেয়েও মুনাফা করতে পারেনি বিনিয়োগকারীরা।

আজ এ কোম্পানির ৯ লাখ ১৩ হাজার ১৩টি শেয়ার ৫০৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা। আজ এ কোম্পানির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com