বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | 197 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ১৮ ফেব্রুয়ারি সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৪ কার্যদিবস ধরেই সূচকের পতন হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার পর থেকে সূচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৩ শতাংশ বা ৫৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩.২৩ পয়েন্ট।

অন্য ২ সূচকের মধ্যে— ডিএসই শরিয়াহ সূচক ১৩.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৮২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই৩০ সূচক ২৭.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.২৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ২৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৮ কোটি ৫ লাখ ৩১ হাজার ১৮৩টি শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৫৬৮ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৯২৪ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ডিএসইতে ৩০ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৩০টি শেয়ার ৩ লাখ ২৯ হাজার ৬৮৯ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা বা ১৩.৯৫ শতাংশ।

আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৬৩১ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১২ শতাংশ বা ২০৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৮৫.৮২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৮৪ টাকা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : রবি আজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com