নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট
আজ ০৮ ফেব্রুয়ারি সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু শেষ বেলায় সূচকের টানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৮.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৪.০৭ পয়েন্টে।
আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
এদিন এসএমইতে ৬৯ লাখ ৫ হাজার ৪৪১টি শেয়ার ২ হাজার ১৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৬ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ৬২ লাখ ২ হাজার টাকা।
আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।
আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমকে ফুটওয়্যার। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৫.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা বিডি পেইন্টসের ২০ পয়সা বা ১.০৮ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়।
দর কমার শীর্ষে ছিল মামুন এগ্রো। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৪.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়।
আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৪ লাখ ৫৮ হাজার ৫১৯টি শেয়ার ৩৭০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.