নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | 163 বার পঠিত | প্রিন্ট
আজ ২৫ জানুয়ারি দরপতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল ১০টা ৪০মিনিট থেকে সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্ত সূচক বৃদ্ধির তুলনায় কম থাকায় দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৫ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১১.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৪.৯৮ পয়েন্টে।
আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টি কমেছে ৭টি এবং এবং অপরির্তিত রয়েছে ২টির।
এদিন এসএমইতে ৫০ লাখ ৮৯ হাজার ৮৮৯টি শেয়ার ২ হাজার ৪৬৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৮ লাখ ১২ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ১৭ লাখ ৪৬ হাজার টাকা।
আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪১০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা।
আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৪.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা এমকে ফুটওয়্যারের ১ টাকা ৮০ পয়সা বা ৩.৬৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৮০ পয়সায়।
দর কমার শীর্ষে ছিল কৃষিবিদ হিমাদ্রী। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ টাকা ১০ পয়সায়।
আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৮ লাখ ৪০ হাজার ৬১৬টি শেয়ার ৩২৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৭:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.