নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | 211 বার পঠিত | প্রিন্ট
আজ ২৪ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। আজ কোম্পানিটির ৬৬ কোটি ৩৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার।
৩৪ কোটি ৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩২ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ২৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ২৬ কোটি ১২ লাখ ১১ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ২০ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ১৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ফরচুন সুজের ১৭ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.