নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | 299 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০৮-১১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনের শীর্ষে অবস্থান করছে গ্রামীণ ফোন। বিদায়ী কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৮ হাজার ৬৯৯ কোটি ৬০ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৮৬ কোটি ৬০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন ছিল ওয়ালটন হাইটেকের। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩১ হাজার ৭৩৭ কোটি ৮০ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ ২৮ হাজার ৯ কোটি ৮০ লাখ টাকার বাজার মূলধন ছিল বিএটিবিসির।
বাজার মূলধনের ক্ষেত্রে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মার ১৮ হাজার ৭১৩ কোটি টাকা, রবি আজিয়েটার ১৫ হাজার ৭১৩ কোটি ৮০ লাখ টাকা, রেনাটার ১৩ হাজার ৯৬৮ কোটি ৯০ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১৩ হাজার ৫৪৭ কোটি ৫০ লাখ টাকা, বেক্সিমকোর ১০ হাজার ৩৫৭ কোটি ১০ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৮ হাজার ৩৬৯ কোটি ২০ লাখ টাকা এবং লাফার্জহোলসিমের ৮ হাজার ৩২৭ কোটি টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৭:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.