শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | 262 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ

আজ ২১ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্ত দুপুর ১২টা ৪০মিনিট থেকে সূচকের তীর একটানা নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর দিনশেষে প্রধান সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৬২৬ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে।

দর বৃদ্ধি পেয়েছে ৫৫টি কোম্পানির। বাকি ১০৬টি কোম্পানির দাম কমেছে।

আজ শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com