শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ বন্ডের মুনাফা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | 181 বার পঠিত | প্রিন্ট

৩ বন্ডের মুনাফা ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ বন্ডের মুনাফা ঘোষণা করা হয়েছে। বন্ড ৩টি হলো- এআইবিএল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ড, শাহজালাল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ড এবং প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এআইবিএল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ড : বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৮.২২ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে।

বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর।

বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

শাহজালাল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ড : বন্ডটির ট্রাস্টি ১৩ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৮.২২ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে।

বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড: বন্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য চলতি বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বরের বিপরীতে ১০ শতাংশ কুপন রেট অনুমোদন করেছে।

অনুমোদিত মুনাফা পাওয়ার জন্য যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ধরা হয়েছে ২৬ ডিসেম্বর।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৬ জুনের বিপরীতেও ১০ শতাংশ কুপন রেট অনুমোদন করা হয়েছিল।

গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটহোল্ডাররা ১০ শতাংশ হারে মুনাফা পেয়েছেন।

এছাড়া বন্ডটি তালিকাভুক্ত হওয়ার পর ইউনিটহোল্ডারদের ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে গত বছরের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য প্রথমবার ৯.৯৯ শতাংশ মুনাফা দেয়।

এর আগে গত বছরের ১০ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হয়।

বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয় বন্ডটির ইউনিট। গত এক বছরে বন্ডটির ইউনিটদর ৫ হাজার ১০০ টাকায় স্থির ছিল।

২০২১ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার এই বন্ড অনুমোদন দেয়া হয়।

বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে।

বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। কুপন হার ৬ শতাংশ থেকে ১০, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হয়।

এডিশনাল টিয়ার ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করতে বন্ডটি ইস্যু করে প্রিমিয়ার ব্যাংক। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এছাড়া অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com