বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | 170 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ১২ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

কিন্তু বেলা ১১টা থেকে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭.৭২ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩.২১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির , কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯৭৪ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ নভেম্বর ডিএসইতে ১০ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫২৫টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৮৮ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৬৯ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫২.৪৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৫৪ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৩৯৮ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com