বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ক্যাপিটেক গ্রামীন ব্যাংক ফান্ডের ইউনিট বরাদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | 194 বার পঠিত | প্রিন্ট

ক্যাপিটেক গ্রামীন ব্যাংক ফান্ডের ইউনিট বরাদ্ধ

বিনিয়োগকারীদের মাঝে শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ইউনিটের আবেদনের প্রেক্ষীতে শতভাগ বরাদ্ধ পেয়েছে বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০৯ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে এই বরাদ্ধ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এর ব্যবস্থাপনা পরিচালক এম. মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিনিয়র অফিসার তানিয়া বেগম, সিডিবিএল এর জেনারেল ম্যানেজার রকিবুল ইসলামসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ কামরুজ্জামান বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৫৫.৬৮ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি ইউনিটের বিপরীতে ০.৫৬ গুণ।

উল্লেখ্য যে, এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারী তাদের আবেদনের বিপরীতে ১০০ শতাংশ বরাদ্দ পেয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com