শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দেশের শেয়ারবাজারের উন্নয়নে বন্ড বাজারকে টেকসই রূপ দেয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | 166 বার পঠিত | প্রিন্ট

দেশের শেয়ারবাজারের উন্নয়নে বন্ড বাজারকে টেকসই রূপ দেয়া জরুরি

দেশের শেয়ারবাজারের উন্নয়নে বন্ড বাজারকে টেকসই রূপ দেয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিশ্বজুড়ে বন্ড মার্কেট দীর্ঘমেয়াদী অর্থায়নের যোগানে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বাজারেও এর জন্য রয়েছে অনেক সুযোগ ও সম্ভাবনা।

বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের সম্ভবনাকে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের শেয়ারবাজারে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল বন্ড মার্কেট গড়ে তোলার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বন্ড মার্কেট উন্নয়নে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সভায় বিএসইসির কর্পোরেট ফাইন্যান্স ডিভিশনের কর্মকর্তারাসহ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্রাক ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সেলিম আর এফ হোসেন, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান জনাব আরিফ খান, ইবিএল সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ছায়েদুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান, সিটি ব্যাংকের এএমডি ও সিএফও জনাব মোঃ মাহবুবুর রহমান।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের বর্তমান অবস্থার বিবেচনায় সকলকে বিনিয়োগের আহ্বান জানাতে হবে।

 

২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় দেশের প্রাইভেট সেক্টর হতে প্রতিবছর ২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার।

অনুষ্ঠানে বন্ড ইস্যুর প্রক্রিয়ায় বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এই প্রক্রিয়ার সহজীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এছাড়া বন্ড মার্কেট জনপ্রিয় না হওয়ার পেছনের কারণ এবং বিদ্যামান সমস্যাগুলো সমাধানের বিষয়ে সভায় সকলে মতামত দেন।

দেশের শেয়ারবাজারে শক্তিশালী বন্ডের বাজার প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের চিহিৃত করে তাদের বন্ডে বিনিয়োগে আগ্রহী করতে হবে।

এছাড়াও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের সুযোগ কাজে লাগাতে সচেতন ও আগ্রহী করতে কাজ করতে হবে বলে মতামত জানান আলোচকরা।

আগামীতে দেশের শেয়ারবাজার ও বন্ড মার্কেটের উন্নয়ন দেশের আর্থিক খাতের সাথে যুক্ত সকলের অংশীদারিত্বে ফলপ্রসু কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিএসইসির পক্ষ হতে অঙ্গিকার করা হয়।

দেশে শক্তিশালী ও নির্ভরযোগ্য বন্ড বাজার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছে বিএসইসি।

কর্পোরেট বন্ডের পাশাপাশি পরিবেশবান্ধব গ্রীন বন্ড ব্লু বন্ড ইত্যাদি টেকসই বন্ড নিয়ে আসার পরিকল্পনায় কাজ করছে বিএসইসি।

সাম্প্রতিক সময়ে দেশে পরিবেশবান্ধব ও টেকসই বন্ড নিয়ে আসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পলিসিগত উন্নয়নের জন্য কাজ করেছে বিএসইসি।

এছাড়া দেশের বন্ড বাজারের উন্নয়নে সরকার সহায়ক ভূমিকায় রয়েছে এবং অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে আইএমএফ, বিশ্বব্যাংক ও আন্তজার্তিক সংস্থাগুলোর সাথে সমন্বিত উদ্যোগে কার্যক্রম চলমান আছে বলে বিএসইসির পক্ষ হতে জানান হয়।

বন্ড মার্কেটের উন্নয়নের মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাবে।

টেকসই শেয়ারবাজার ও অর্থনীতি প্রতিষ্ঠায় বন্ড বাজারের উন্নয়ন প্রয়োজন বলে আলোচনায় উপস্থিত সকলে একমত প্রকাশ করেন।

সভায় উপস্থিত ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শীর্ষ কর্মকর্তা শেয়ারবাজারে তাদের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com