বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ জুন ২০২৩ | 303 বার পঠিত | প্রিন্ট

শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দর পতন ঠেকাতে দেশের শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ২০ জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএসইসির সহকারী পরিচালক মো. ফয়সাল ইসলাম স্বাক্ষরিত ব্রোকারদের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে, ২০ জুন বেলা ১২টায় কমিশনের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ জুন লেনদেন শেষ সূচক দাঁড়িয়েছিল ৬৩৫৬ পয়েন্ট। পরের দিন ইতিবাচক ধারায় লেনদেন শুরুও হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে নতুন আয়কর আইন নিয়ে গুজব ছড়ানো হয়। গুজবে বলা হয়, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হচ্ছে। নতুন আয় কর আইনের গুজবে সেদিন ৪০ পয়েন্ট পড়ে যায়। এর পরের কর্মদিবসগুলোতেও সূচকের ধারাবাহিক পতন হয়। তবে শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। এদিন লেনদেন শেষে সূচক অবস্থান করে ৬২৮০ পয়েন্টে।

এদিকে নতুন আয়কর আইনে ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত রয়েছে। শেয়ারবাজারে হঠাৎ পতনের কোনো কারণই নেই। একটি স্বার্থান্বেষী গোষ্ঠি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সময়ে সময়ে নানা গুজব ছড়ায়। এসব নিয়ে আগামী ২০ জুন শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে বিএসইসি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com