নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | 137 বার পঠিত | প্রিন্ট
আজ ০৪ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপস লিমিটেডের।
এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯১ টাকা।
আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১০০ টাকা ১০ পয়সা।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পযসা বা ১০ শতাংশ বেড়েছে।
আজ দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টাইল ক্র্যাফর্ট লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৯.৮০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ ৯.৬৬ শতাংশ দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। এরপর চতুর্থ সর্বোচ্চ ৯.২৪ শতাংশ দর বেড়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের।
পঞ্চম সর্বোচ্চ ৮.১৬ শতাংশ দর বেড়েছে এপেক্স ফুডস লিমিটেডের। এরপর ষষ্ঠ সর্বোচ্চ ৭.৭২ শতাংশ দর বেড়েছে বিডি অটোকার্সের।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বঙ্গজের ৬.৬৮, দেশ গার্মেন্টসের ৫.৬৮, সোনালী আঁশের ৫.০৮ এবং মেঘনা সিমেন্টের ৫.০০ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, ৭৪ টির দর কমেছে, ২০৩ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭০ কোটি ২০ লাখ টাকার বা ১২ শতাংশ।
শেয়ারবাজার২৪
আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন
আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন
Posted ৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.