নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | 201 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে মিশ্র প্রবণতায় লেনদেন হতে দেখা গেছে দেশের দুই শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬২১৫.৩০ পয়েন্টে।
এছাড়া ডিএসই৩০ সূচক ০.৭৪ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৮.০২ এবং ১৩৫৩.২৫ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৬১টির।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৩ লাখ টাকা।
আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৭৮ কোটি ৭ লাখ টাকা বা ৩০ দশমিক ৬৩ শতাংশ।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ টাকায়।
এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৮৩ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, বিদায়ী সপ্তাহে প্রধান সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮৩৭৪.৪৭ পয়েন্টে।
এছাড়া, সিএসই৫০ সূচক ০.২, সিএসই৩০ সূচক ০.২২, সিএসইসিএক্স ০.১২ এবং সিএসআই সূচক ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১৩২৩.৩০, ১৩৩৬৪.১৩, ১১০১৪.৪৯ এবং ১১৫৮.৪৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে ২৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ কোটি ৯ লাখ টাকায়।
এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়।
শেয়ারবাজার২৪
এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র
আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ
Posted ৫:১০ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.