নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ মার্চ ২০২৩ | 166 বার পঠিত | প্রিন্ট
আজ ২০ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ডিএসইর গেইনারের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।
এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬০ টাকা ৯০ পয়সা।
আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬২ টাকা ৮০ পয়সা পয়সা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৩.১১ শতাংশ বেড়েছে।
আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক অনলাইনের। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২.৮৮ শতাংশ।
এরপর তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডিকম অনলাইনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২.৫১ শতাংশ দর বেড়েছে।
এদিন ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ ২.৫০ শতাংশ দর বেড়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের।
আজ ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইনসুরেন্সের ২.২০, যমুনা অয়েলের ২.২৮ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ২.০৯ শতাংশ দর বেড়েছে।
এছাড়া, এদিন ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের ১.৬৫, আরডি ফুডের ১.৬৪ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১.৫৪ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।
শেয়ারবাজার২৪
আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন
আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.