নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | 162 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তবে এ কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।
সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা।
আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৩ পয়সা।
আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।
এর আগে ৪ জানুয়ারি’২৩ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন শুরু করে।
প্রতিষ্ঠানটির ১০ শতাংশ শেয়ার ছেড়ে এটিবিতে তালিকাভুক্ত হয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”।
কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
প্রতিষ্ঠানটি লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে।
প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।
উল্লেখ্য, এটিবিতে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ১৮টি কোম্পানিকে এটিবিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল বিএসইসি।
শেয়ারবাজার২৪
আরও পড়ুন : ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন
Posted ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.