শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | 254 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

আজ ১৮ ডিসেম্বর সপ্তাহের শুরুতেই সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পতন হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.২১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৫.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৮.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৪.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০টির বা ৯.৮০ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৫টির বা ১৭.৯৭ শতাংশের এবং ২২১টির বা ৭২.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০৮ পয়েন্ট বা ০.০০০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭.১২ পয়েন্টে। সিএসইতে আজ ১২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com