শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | 201 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

আজ ২৯ নভেম্বর সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশেরশেয়ারবাজারে। এদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১১টা থেকে সূচক বাড়তে শুরু করে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন চলে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের ঊত্থানে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫১ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১২.৪৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ২০০.৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির বা ১৯.৮৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪টির বা ৪.৪২ শতাংশের এবং ২৪০টির বা ৭৫.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৩৪ কোটি ০৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৭২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭.৭৪ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৭.১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ বিল্ডি সিস্টেমসের ক্রেডিট রেটিং সম্পন্ন

আরও পড়ুন : ব্লক মার্কেট ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন :  স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ১০ কোম্পানি

আরও পড়ুন : ১০ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com