নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | 288 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০২- ০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির ৯ কোম্পানি।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ‘এ’ ক্যাটাগিরর ওরিয়ন ফার্মা লিমিটেড। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ার দর ২৫.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকায়। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ৬৩ কোটি ৯৫ লাখ ২২ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৫০০ টাকার।
তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে ২০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৮০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি মনুস্পুল পেপার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে ১৬.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৭ টাকা ২০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ২৪ লাখ ৪১ হাজার টাকা।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকম অনলাইনের ১৬.১৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৯৯ শতাংশ, এপেক্স ফুডসের ১৪.৫৩ শতাংশ, লুবরেফ বাংলাদেশ লিমিটেডের ১২.৫৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালসের ১২.৪৪ শতাংশ, আফতাব অটো মোবাইলসের ১১.৯৭ শতাংশ এবং কেয়া কসমেটিকসের ১১.১১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.