নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ | 907 বার পঠিত | প্রিন্ট
যখন ধারাবাহিকভাবে কোনো কোম্পানির দর কমে যায় তখন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোনো সাড়া শব্দ পাওয়া যায়না। কিন্ত যখনই ধারাবাহিকভাবে পতন কাটিয়ে মুনাফায় ফিরতে শুরু করে তখনই যেন ডিএসইর ঘুম ভাঙ্গে। যার উদাহরণ ডিএসইর শোকজ নোটিশ। শোকজ নোটিশ কেন শুধু উত্থানে, পতনে কেন নয়? গত কিছুদিন শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন থেকে বেড়ি আসতে শুরু করেছে তখনই প্রায় প্রতিদিনই কোম্পানিকে শোকজ করা হচ্ছে। আজকেও সেই ধারাবাহিকতায় শোকজ করা হয়েছে ন্যাশনাল টি কোম্পানিকে।
ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে গতকাল ৩১ আগস্ট একটি তদন্ত নোটিস পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৬০৪ টাকা। ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৮২২ টাকা ৫০ পয়সায়।
এই দর বাড়াকে ডিএসই অস্বাভাবিক মনে করছে।
শেয়ারবাজার২৪
Posted ৭:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.