শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

১০ ফান্ডের ২০৭ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ আগস্ট ২০২২ | 377 বার পঠিত | প্রিন্ট

১০ ফান্ডের ২০৭ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ২০৭ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা রেস অ্যাসেট ম্যানেজম্যান্ট পরিচালিত ১০ মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আজ রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এই লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা যায়, রেসের ১১ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড় ৭.৯১% হারে ২০৭ কোটি ৩৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৭.২৫% হারে ২০২ কোটি ৩৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারনে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।

এ বছর রেসের সর্বোচ্চ ১১% হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর রয়েছে ৭.৪০ টাকা। এই ৭.৪০ টাকার উপর লভ্যাংশ পাওয়া যাবে ১.১০ টাকা।

ফান্ডগুলোর মধ্যে রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৭.৪০ টাকায় যৌথভাবে রয়েছে ইবিএল এনআরবি ও ইবিএল ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫.২০ টাকায় আছে সর্বনিম্ন ৬% লভ্যাংশ ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত রেস ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

ফান্ডের নাম লভ্যাংশের হার লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) ইউনিট দর (টাকা) ডিভিডেন্ড ইল্ড
ইবিএল এনআরবি ফান্ড ১১% ২৪.৬৭ ৭.৪০ ১৪.৮৬%
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড ৭% ২০.২৯ ৬.৩০ ১১.১১%
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড ৭% ২০.৯৪ ৫.৪০ ১২.৯৬%
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড ৭% ২১.২৫ ১১.৬৭%
পিএইচপি ফার্স্ট ফান্ড ৭% ১৯.৭৩ ৫.৪০ ১২.৯৬%
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড ৭% ১৬.৭৪ ৫.৪০ ১২.৯৬%
আইএফআইসি ফার্স্ট ফান্ড ৭% ১২.৭৫ ৫.৪০ ১২.৯৬%
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড ৭% ১০.০৩ ৬.২০ ১১.২৯%
ইবিএল ফার্স্ট ফান্ড ৬.৫০% ৯.৪১ ৭.৪০ ৮.৭৮%
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড ৬% ৪৬.৫৭ ৫.২০ ১১.৫৪%

মোট তালিকাভুক্ত ১০টি ফান্ড গড় ৭.২৫% ২০২.৩৮ কোটি টাকা গড় ৬.০১ টাকা
উল্লেখ্য, এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত শেয়ারবাজারে অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ১৪.৫০% হারে ৪ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com