নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ জুলাই ২০২২ | 337 বার পঠিত | প্রিন্ট
এসএমই খাতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা নির্ধারণ কার হয়েছে। বিনিয়োগ সীমা ১০ লাখ টাকা বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৭ জুলাই) বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কিন্তু এবার ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকা বিনিয়োগ সীমা নির্ধারণ করেছে। আগামী ১ নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। ওই দিন যেসব ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার কম থাকবে তারা এসএমই খাতে লেনদেন করতে পারবে না। আর এসএমই খাতে নতুন কেউ লেনদেন করতে চাইলে ২৮ জুলাই থেকেই তাদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।
শেয়ারবাজার২৪
Posted ৯:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.