নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | 205 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লুচিপ সূচক ডিএসই ৩০-তে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। এছাড়া ডিএসইএক্স সূচকে যুক্ত হয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। বৃহস্পতিবার (২১ জুলাই) ডিএসই’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ডিএসই জানায়, জেএমআই হসপিটাল ত্রৈমাসিক আইপিও সংযোজনের সকল মানদণ্ড পূরণ করায় একে ডিএসইএক্স সূচকে যুক্ত করা হয়েছে। চলতি মাসের ২৪ জুলাই হতে কোম্পানিটির কার্যকারিতা শুরু হবে।
অপরদিকে, এসঅ্যান্ডপি ডো জোন্স সূচকের নির্ধারিত মানদণ্ড অনুসারে ডিএসই ৩০ সূচকের অর্ধবার্ষিক পুন:ভারসাম্য রক্ষায় পূবালী ব্যাংককে ডিএসই ৩০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিএসই ৩০-তে আইএফআইসি ব্যাংকের স্থলে পূবালী ব্যাংক তালিকাভুক্ত হয়। পূবালী ব্যাংকের কার্যকারিতাও ২৪ জুলাই হতে শুরু হবে বলে জানালেন ঢাকা স্টক এক্সচেঞ্জ।
শেয়ারবাজার২৪
Posted ৬:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.