বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | 153 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

আজ ২৭ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৯৩.৩৮ পয়েন্ট, যা বেলা ১১টায় ১২.৭০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৮০.৬৮ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ২.১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৮২.৮১ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ৫.০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬৮৭.৮৩ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.০৭ পয়েন্ট বা ০.০০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬.১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির বা ৪১.৪৬ শতাংশের এবং ৫২টি বা ১৩.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৯০৮টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৩১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৩২ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা ৩০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯১ হাজার ৪৭ কোটি ২০ লাখ ২১ হাজার ৪৬ টাকা ৮৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩.৮৩ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১২.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com