শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | 140 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

আজ ২৫ এপ্রিল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৮৪.৪৯ পয়েন্ট, যা বেলা ১১টায় ২২.৮৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৬১.৬১ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ১৭.১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৪৪.৪৩ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ২৭.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬৭১.৬১ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩২ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ৬.৯০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৬.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির বা ২৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২২টির বা ৫৮.৭৩ শতাংশের এবং ৪৩টি বা ১১.৩৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৩০২ কোটি ৮২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬১৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৯৩ কোটি ১ লাখ ৬২ হাজার ৬১৬ টাকা ১০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৭২ হাজার ৮৭ কোটি ১৭ লাখ ৬০ হাজার ২৩৪ টাকা ৩০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬.৬৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৯.২৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com