শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অব্যহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২ | 166 বার পঠিত | প্রিন্ট

অব্যহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজারে অব্রহত দরপনের দিশেহারা বিনিয়োগকারীরা। দিন যতই যাচ্ছে লোকসানের পরিমাণ ততই বাড়ছে। আজও সেই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপামি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৯৫.৮৮ পয়েন্ট, যা বেলা ১১টায় ১৬.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৭৯.১৩ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ৫.৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৭৩.৭৮ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ১৫.৭৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৫৮ পয়েন্টে।

এদিকে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৫৬.২২ পয়েন্টে এবং ২ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির বা ১১.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৯৩টির বা ৭৮.১৩ শতাংশের এবং ৩৮টি বা ১০.১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ১২ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ২৬৭টি শেয়ার ৯৮ হাজার ৪৪৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৯০ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯২২ টাকা ৭০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৩৪ হাজার ৮৭ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৭১ টাকা ৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৯.৩৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭.০১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com