নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ মার্চ ২০২২ | 168 বার পঠিত | প্রিন্ট
আজ ৩০ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৭৭২.৯৪ পয়েন্ট, যা বেলা ১১টায় ৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৭৮.২০ পয়েন্টে। পরবর্তীতে বেলা ১২টায় ১৮.৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৫৯.৩৪ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ২.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৬১.৬২ পয়েন্টে। দিনশেষে ৭.৮৬ পয়েন্ট কমে ৬৭৫৩.৭৬ পয়েন্টে অবস্থান করে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির বা ২৮.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৫টির বা ৫৪.০৮ শতাংশের এবং ৬৫টি বা ১৭.১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮০ কোটি ২৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৬১ লাখ টাকার।
ডিএসইতে আজ ১৬ কোটি ৭১ লাখ ২২ হাজার ৫২টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ১৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮০১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯০ হাজার ১৬ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৩১২ টাকা ৭৭ পয়সা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯.১৭ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৫.৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.