নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ মার্চ ২০২২ | 352 বার পঠিত | প্রিন্ট
আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহে (১৩-১৬ মার্চ’২২) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩২.৭৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির এক কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ১১০ টাকা ৭০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে গেইনার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৮.৫০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫১ টাকা ৪০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৫ লাখ ৫৩ হাজার ৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে গেইনার তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৭.২৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৭০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩৭ হাজার ৯৬৯ টাকা ২০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৭.২২ শতাংশ, সিলকো ফার্মার ১৭.০৮ শতাংশ, সিএইপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৭.০২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১৬.৪০ শতাংশ, অ্যাডভান্ড ফার্মার ১৬.৪০ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ১৬.০৬ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪.৮১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.