নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | 226 বার পঠিত | প্রিন্ট
আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (১৩-১৬ মার্চ’২২) ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ডিএসইতে এক কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৭৭৭টি শেয়ার ২৯৬ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বিডিকম অনলাইন। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭৮৫টি শেয়ার ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকায় লেনদেন হয়।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগন সোয়েটারের ৮৮ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৭৫ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৭২ কোটি ৩ লাখ টাকা, আমরা টেকনোলোজিসের ৭১ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৬৮ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা, বিডি বিল্ডিং সিস্টেমসের ৬৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা, আমরা নেটওয়ার্কের ৫৯ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫৬ কোটি ২১ লাখ এক হাজার টাকার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৩:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.