নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | 275 বার পঠিত | প্রিন্ট
আগের সপ্তারেহ মত বিদায়ী সপ্তাহে (১৩-১৬ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩১.২০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় ২৯ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ২৫০ টাকা।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল সিলকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৮.৯১ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ১৭ হাজার টাকা।
ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ১৮.৮১ শতাংশ, সিএইপিএম আইবিবি ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৯০ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ১৫.৩৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১৫.০৬ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১৪.৭২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৪.০৪ শতাংশ, সিলভা ফামাসিউটিক্যালসের ১৩.৪০ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ১২.৬৮ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ২:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.