নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ মার্চ ২০২২ | 233 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মোস্তফা মেটাল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৫.৯৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৯০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১০ টাকায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩৬ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে লুজার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.৭১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৪১ লাখ ৭৪ হাজার ৭৮৭ টাকা ৯০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে লুজার তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইনটেক অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৫৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১ টাকা ১০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৯ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৩ লাখ ৬৪ হাজার ৮ টাকা ৭০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ, এপেক্স ফুডসের ৭.৭৬ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭.৬১ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৭.৬০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৯ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের ৭.০১ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.