বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | 173 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর এবং বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৭৪.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯৯.০৭ পয়েন্টে এবং ২ হাজার ৩৭৪.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির বা ৫৭.৪০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৬টির বা ৩০.৬৮ শতাংশের এবং ৪৫টি বা ১১.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪০ কোটি ২৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ২০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৬০৪টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৭৩৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৪৬ কোটি ৯ লাখ ৩৫ হাজার ৮৭ টাকা ৭০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২২১ হাজার ৭১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৭৯৯ টাকা ০৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com