নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 288 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে চার ইস্যুতে বৈঠক করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। ইস্যুগুলো হলো- টি+১ সেটেলমেন্ট, নেগেটিভ ইক্যুইটি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তি।
আজ বিকালে আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
বৈঠকে বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান, বিএমবিএ সভাপতি ছায়েদর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বৈঠকের বিষয়ে এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা গণ মাধ্যমকে বলেন, সাম্প্রতিক বাজারের নেতিবাচক পরিস্থিতির কারণে গতকাল কমিশনে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক হয়। এতে কমিশনের টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগকে মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
তিনি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক নেতিবাচক অবস্থার পেছনে নেগেটিভ ইক্যুইটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিথ্যা আতঙ্ক ছড়ানো ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে অনাকাঙ্খিত ভয়কে দায়ী করা হয়। নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০১৫ সাল থেকে নিয়মিত সময় বাড়ানো হচ্ছে। কিন্তু আগামি ডিসেম্বরের মধ্যে নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে বলে গুজব ছড়ানো হয়েছে। অথচ এটা সমন্বয়ের জন্য ২০২৩ সাল পর্যন্ত সময় বর্ধিত করা হয়ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে কমিশন আমাদের আশ্বস্ত করেছে।
তিনি বলেন, এদিকে রাশিয়া-ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তেমন সর্ম্পক্য না থাকলেও এটাকে অনেকে বড় করে বিনিয়োগকারীদের মাঝে প্রচার করছে। যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে আলোচনায় উঠে আসে। এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ এমন করে থাকতে পারে বলে বৈঠকে অভিযোগ করা হয়।
তিনি আরও জানান, শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য কমিশনের অব্যাহত প্রচেষ্টা রয়েছে। বিএমবিএ’র পক্ষ থেকে কমিশনকে আর জোর প্রয়াস চালানো জন্য অনুরোধ জানানো হয় এবং ভালো কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা দূর করারও আহ্বান জানানো হয়।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.