বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | 188 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৬ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৮৫.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৪৮ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯৭.৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির বা ৪৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৩টির বা ৪২.৮৯ শতাংশের এবং ৪৬টি বা ১২.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৯১৮টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৯৯০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ১২৬ টাকা ২০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬৭ হাজার ৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকা ৩৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬.৯৫ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪৭.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ সিএসইতে ৬৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com