শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ | 314 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে ৭ হাজার ১৬.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৬.৫০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০৩.৯৯ পয়েন্টে এবং ২ হাজার ৫৯২.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে ১ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টির বা ৫৩.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৬টির বা ৩৩.০৭ শতাংশের এবং ৫১টি বা ১৩.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে গতকাল ২৮ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৯৬৮টি শেয়ার ২ লাখ ৩৮ হাজার ৭৮৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২৮ টাকা ৭০ পয়সা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬১ হাজার ১০৩ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা ৮৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৩৪ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৭.৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। গতকাল সিএসইতে ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে ৩৪ কোম্পানির ৫৫ লাখ ৮৩ হাজার ১৫৯টি শেয়ার ১০০বার হাতবদলের মাধ্যমে ৩৪ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com