শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ঊত্থানে বছর শুরু শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

সূচকের ঊত্থানে বছর শুরু শেয়ারবাজারে

সূচকের উত্থানে শেয়ারবাজারে বছর শুরু হয়েছে। আজ বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৪৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৫৩.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.২৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮.০৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৫.৩৭ পয়েন্ট এবং দুই হাজার ৫৬০.৬৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯৪টির বা ৭৭.৭৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৪টির বা ১৬.৯৩ শতাংশের এবং ২০টি বা ৫.২৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০১.৩৬ পয়েন্ট বা ২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর। আজ সিএসইতে ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com