নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | 276 বার পঠিত | প্রিন্ট
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইলের শেয়ার। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৯ ও ১২ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.